তাফহীমুল ইসলাম, বাঁশখালী: বাঁশখালীর বৈলছড়ি নজমুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। গত বুধবার দুপুরে প্রধান অতিথি হিসেবে বাঁশখালীর সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এই ভবনটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মাহবুবুল ইসলাম টুকুর সভাপতিত্বে প্রধান শিক্ষক সনজিত কুমার বড়ুয়ার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে এসময় বিশেষ অতিথি হিসেবে বৈলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ কফিল উদ্দীন, ছনুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিল্লুল করিম শরীফি, ইউপি সদস্য মুহাম্মদ জামাল উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, বাঁশখালীর শিক্ষাব্যবস্থাসহ সামগ্রিক উন্নয়নে আমি কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে বাঁশখালীর এই বিদ্যালয়ের জন্য আমি ৪ তলা বিশিষ্ট এই ভবন নিয়ে এসেছি। আগামীতে আমি এই বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব এবং বাউন্ডারি নির্মাণের ব্যবস্থা করবো। আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া, আশীর্বাদ করবেন। মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র ক্ষমতায় থাকলে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।