BanshkhaliTimes

বৈলছড়ি ইউনিয়নে করোনা টিকাদান কার্যক্রম উদ্বোধন

BanshkhaliTimes

তাফহীমুল ইসলাম, বাঁশখালী- সারাদেশের মতো বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নে করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শনিবার (৭ আগষ্ট) সকালে বৈলছড়ি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দুটি বুথে আনুষ্ঠানিকভাবে এই টিকাদান কার্যক্রম উদ্বোধন করা হয়।

বৈলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ কফিল উদ্দীনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিউর রহমান মজুমদার, মেডিকেল অফিসার ডাঃ শুভাশীষ ত্রিপাঠী, বাঁশখালী থানার এসআই ফিরোজ আলম, ইউপি সচিব মুহাম্মদ আলাউদ্দীন, ইউপি সদস্য মুহাম্মদ জামাল উদ্দীন, পিংকু পুরোহিত মনি, আবু তাহের, মহিলা ইউপি সদস্য দিলুয়ারা বেগম, বুলবুলি দাশ, উদ্যোক্তা রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ কফিল উদ্দীন বলেন, ‘বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার। জনগণের প্রতি দায়বদ্ধ সরকার বলেই জনগণের কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইউনিয়ন পর্যায়ে বিনামূল্যে টিকাদানের ব্যবস্থা করেছেন। আজ প্রথম দফায় ইউনিয়নের ৬০০ জনকে টিকা দেয়ার কাজ সম্পন্ন হয়েছে।’

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *