বৈলছড়ি প্রতিনিধি : গত রাতে বৈলছড়ি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন চট্টগ্রাম দক্ষিণজেলা বিএনপি’র সভাপতি, বাঁশখালী থেকে চার চার বার নির্বাচিত সাবেক জাতীয় সংসদসদস্য ও প্রতিমন্ত্রী আলহাজ জাফরুল ইসলাম চৌধুরী।
এই সময় উপস্থিত ছিলেন বৈলছড়ি ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাবেক উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ ফজলুল কাদের চৌধুরী। তার নেতৃত্বে বৈলছড়ি ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দও বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে জাফরুল ইসলামের সাথে ছিলেন।
জাফরুল ইসলাম চৌধুরী বলেন, দুর্গাপূজা একটা সার্বজনীন উৎসব। বাঁশখালীতে সবসময় এই উৎসব নির্বিঘ্নে পালিত হয়েছে। আপনারা খুব আনন্দঘন মুহূর্তে এই উৎসব পালন করুন।