বৈলছড়ির অভ্যারখীলে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বৈলছড়ি প্রতিনিধি : গতকাল ২৫ নভেম্বর, পূর্ব বৈলছড়ি অভ্যারখীলে শুরু হয়েছে অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট- ২০১৬। অভ্যারখীল থ্রী স্টার কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্টটি দফাদার বাড়ির মেম্বার আবু তাহের বাড়ির সংলগ্ন মাঠে উদ্বোধন হয়। উদ্বোধন করেন বাঁশখালী ( Banshkhali ) উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাকছুদ মাসুদ। প্রধান অতিথি বাঁশখালী ( Banshkhali ) থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজুল ইসলাম মুন্না, বিশেষ অতিথি শ্রীমতি বুলবুলি রাণী দাশ, বিশেষ অতিথি মো. সেলিম নেওয়াজ, মো. জসিম উদ্দীন।

সভাপতিত্ব করেন জনাব আবদুল গণি।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *