বৈলছড়ি থেকে: নির্যাতিত রোহিঙ্গাদের জন্য বৈলছড়ি ইউনিয়ন পরিষদ ও বৈলছড়ি ইউনিয়নের সকল মসজিদ এর ইমামদের যৌথ উদ্যাগে আগামী বুধবার ত্রাণ নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। সে জন্যে যে বা যারা ত্রাণ দিতে ইচ্ছুক তাদেরকে নিজেদের স্ব স্ব মসজিদের ইমাম ও বৈলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বারদের হাতে দেওয়ার জন্য আহ্বান করা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ কফিল উদ্দীন, চেয়ারম্যান বৈলছড়ি ইউপিসহ অন্যান্য মেম্বার। কফিল উদ্দীন বলেন, যারা অর্থ ও অন্যান্য সামগ্রী দিতে চান তারাও এগিয়ে আসুন। ইনশাল্লাহ সকলের সহযোগিতা থাকলে আমরা মানবতার কল্যাণে সামান্য হলেও পাশে দাঁড়াতে পারব। আল্লাহ আমাদের দানকে কবুল করুন।
ত্রাণ প্রদান কর্তৃপক্ষ থেকে বলা হয়, আমাদের বিকাশ নাম্বার সংযুক্ত করে দিচ্ছি যারা আগ্রহী তারাই যোগাযোগ করে নিশ্চিত হয়েই সাহায্য করবেন।
01811340709 (বিকাশ পার্সোনাল- হাফেজ মোহাম্মদ রমিজ,ইউপি সদস্য ৬নং বৈলছড়ি ইউনিয়ন পরিষদ ১নং ওয়ার্ড।
যোগাযোগ: মোহাম্মদ কফিল উদ্দীন,চেয়ারম্যান বৈলছড়ি ইউপি,01812802502) আলহাজ্ব মাস্টার মাহফুজ আলী,01865302244) মৌলানা এজাজ আহমেদ, 01816903208) এন এম জামাল উদ্দীন,ইউপি সদস্য ৩নং ওয়ার্ড,01814464945) আবু তাহের, ইউপি সদস্য ৯ নং ওয়ার্ড, 01818892677) মোহাম্মদ খালেদ ইউপি সদস্য ৪ নং ওয়ার্ড,01820131638) আবদুর রহমান, ইউপি সদস্য ৬ নং ওয়ার্ড, 01812689646)