আরকানুল ইসলাম, বাঁশখালী টাইমস: করোনাদূর্গত এই দুঃসময়ে বৈলছড়িতে অসহায় গরিব দুস্থদের পাশে এগিয়ে এসেছেন বৈলছড়ি খানবাহাদুর বদি আহমদ চৌধুরীর নাতনি বিশিষ্ট লেখক ও কলামিস্ট আহমদুল ইসলাম চৌধুরীর কন্যা সালমা আদিল। তিনি পূর্ব বৈলছড়ি ও বৈলছড়ির বিভিন্ন পরিবারে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন।
নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বৈলছড়ির ত্রাণ নিতে আসা লোকদের মাঝে সুশৃঙ্খলভাবে ভোলান্টিয়ারের মাধ্যমে ৩৭০ পরিবারে এই ত্রাণ বিতরণ করা হয়। অতীতেও সালমা আদিল বিভিন্ন দুর্যোগে এগিয়ে এসেছিলেন।
সালমা আদিল ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিএফও হিসেবে একটি এডভার্টাইজিং এজেন্সি শীর্ষ কর্তা এবং ইউএস এম্বেসি, ঢাকার সাবেক কর্মকর্তা।
সালমা-আদিল ফাউন্ডেশনের উদ্যোগে বাঁশখালী ছাড়াও চন্দনাইশেও ত্রাণ বিতরণ করা হয়। উল্লেখ্য, আহমদুল ইসলাম চৌধুরীর একমাত্র কন্যা সালমা আদিলের শ্বশুরবাড়ি চন্দনাইশে। তার স্বামী জিয়াউদ্দীন আদিল গণপ্রজাতন্ত্রী কঙ্গোর কনস্যোল হিসেবে আছে। তিনি চন্দনাইশের এডভোকেট বদিউল আলমের কনিষ্ঠ পুত্রবধু।