বৈলছড়ি প্রতিনিধি : পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে আবার বৈলছড়িতে হট্টগোল সৃষ্টি হয়েছে।
অাজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বৈলছড়ি বাজারের পূর্বপাশে নুইন্না পুকুর সংলগ্ন এলাকায় সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরীর পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনা ছড়িয়ে পড়লে পুলিশ এসে শান্ত করার চেষ্টা করে এবং একপর্যায়ে স্থানীয় এক দোকানিকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ সেই দোকানিকে গাড়িতে তুলে মূল সড়কে আসার আগেই স্থানীয় জনসাধারণ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের গাড়ি ঘিরে ফেলে। অনন্যোপায় হয়ে পুলিশ গ্রেফতারকৃত সেই দোকানিকে ছেড়ে দিতে বাধ্য হয়।
ক্ষুব্ধ জনগণ স্থানীয় চেয়ারম্যানের ঘরে হামলারও চেষ্টা করে।
এদিকে এঘটনার সূত্র ধরে বৈলছড়ি বাজারে সাবেক মেয়রের সমর্থকরা রাস্তায় ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে দেয়। তারা চেয়ারম্যান কফিল উদ্দীনের নামে গালাগাল করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এমতাবস্থায় ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ থাকলে যাত্রীভোগান্তির সৃষ্টি হয়।
পুলিশ এসে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করলেও এখনো ক্ষোভ বিরাজ করছে জনমনে।
হামলার আশঙ্কায় চেয়ারম্যানের বাড়িসহ বৈলছড়ি বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।