বৈলছড়িতে রবির ডিভাইস চুরি
বৈলছড়ি প্রতিনিধি: বৈলছড়ি বাজারের বিছমিল্লাহ টেলিকমে রবি কোম্পানীর ডিভাইস চুরির ঘটনা ঘটেছে। দোকানের মালিক আশরাফ হোছাইন বাঁশখালী টাইমসকে বলেন, ‘ এ ডিভাইস নিয়ে কেউ চাইলে আমার বড় ধরনের ব্যবসায়িক ক্ষতি করতে পারে, তাই আমি থানায় জিডি করে পুলিশের সহায়তা চেয়েছি। এটার সন্ধানদাতাকে উপযুক্ত সম্মানী দেয়া হবে।’
উল্লেখ্য, গত শুক্রবার জুমার নামাজ পড়ে এসে দোকান মালিক আশরাফ দেখতে পায় দোকান থেকে ডিভাইসটি কেউ একজন চুরি করে নিয়ে গেছে।