তাফহীমুল ইসলাম, বাঁশখালী-
বাঁশখালীর বৈলছড়ি ইউনিয়নের ভোটারদের মাঝে জাতীয় পরিচয় পত্র (স্মার্টকার্ড) বিতরণ করা হয়েছে। আজ ০৮ ই মার্চ সোমবার সকাল থেকে ধারাবাহিকভাবে বৈলছড়ি ইউনিয়ন পরিষদ ভবনে উপজেলা নির্বাচন অফিসের তত্ত্বাবধানে শুধুমাত্র ২০১৯ সালে নিবন্ধিত ভোটারদের মাঝে এই কার্ড বিতরণ করা হয়। বৈলছড়ি ইউনিয়নের ৭৬৮ জন ভোটারদের মাঝে এই স্মার্টকার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দীন। এতে বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাচন অফিস প্রতিনিধি মুহাম্মদ শহিদ উল্লাহ, ইউনিয়ন পরিষদ সচিব মুহাম্মদ আলাউদ্দিন, ইউপি মেম্বার হাফেজ রমিজ উদ্দীন, মুহাম্মদ খালেদ, পিংকু পুরোহিত, জামাল উদ্দীন, বিকাশ দত্ত, আবদুর রহমান, আবু তাহের, উদ্যোক্তা রেজাউল করিম, মুহাম্মদ সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
