বৈলছড়ি প্রতিনিধি: আজ সন্ধ্যার সাড়ে ছয়টার দিকে বৈলছড়ি ৬ নং ইউনিয়নের ১নং ওয়ার্ড়ের হিন্দু পাড়ায় বিপুল দেব এর মেয়েকে ৭ নং ওয়ার্ড়ের সুনিল দেব এর ছেলে বখাটে সুষন ওরফে হল্কি সুষন সহ কয়েক জন বখাটে ছেলে সহ বাড়িতে ঢুকে ধর্ষণের চেষ্টা করে। তখন মেয়েটা চিৎকার দিলে স্থানীয় মানুষ গিয়ে সুষন কে হাতে নাতে ধরে ফেলে। তখন স্থানীয় কয়েকজন প্রভাব শালী ব্যক্তি ধামা দিতে চেষ্টা করে এবং মেয়েটির বাবা থানা যায়। মেয়েটার শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের দাগ আছে। জানা যায়, মেয়েটির বাড়ির পিছনে পুকুর পাড়ে দিন রাত জুয়া আর মদের আড্ডা চলে। মেয়েটির পরিবার আতঙ্কে রয়েছে। ধর্ষক এখন পলাতক।
এলাকায় উত্তেজনা ও উদ্বেগ বিরাজ করছে।