আরকানুল ইসলাম: দ্বিতীয় ধাপে আরো ১৬০ পরিবারকে ত্রাণ বিতরণ করল সালমা-আদিল ফাউন্ডেশন। করোনাদূর্গত এই দুঃসময়ে অসহায় গরিব দুস্থ ১৬০ পরিবারে ১০ দিনের বিভিন্ন পরিবারে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন।
সালমা আদিল বৈলছড়ির খান বাহাদুর বদি আহমদ চৌধুরীর সুযোগ্যা নাতনী।
নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বৈলছড়ির ১৬০ পরিবারে এই ত্রাণ বিতরণ করা হয়। অতীতেও সালমা আদিল বিভিন্ন দুর্যোগে এগিয়ে এসেছিলেন।
এস এ এফ এর প্রতিষ্ঠাতা সালমা আদিল বলেন “দেশের এই সংকটকালীন সময়ে আমাদের সবাইকে যার যার জায়গা থেকে সমন্বয়ের মাধ্যমে এগিয়ে আসতে হবে। দেশব্যাপী ত্রাণ কার্যক্রম চালানোর ক্ষেত্রে এস এ এফ এর সেচ্ছাসেবক দলের স্বতস্ফুর্ত অংশগ্রহণের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।”
উল্লেখ্য, সালমা আদিল এক ফেসবুক মেসেজের মাধ্যমে অভুক্ত মানবতাকে ব্যক্তিগতভাবে আর্থিক সহযোগিতার আশ্বাস দেন।
সালমা-আদিল ফাউন্ডেশন শুধু বাঁশখালী বা চট্টগ্রাম নয়, সারাদেশে এভাবে বিভিন্ন চিকিৎসা-সরঞ্জামসহ নানা সহযোগিতা করে আসছেন।
উল্লেখ্য, গত এপ্রিলের প্রথম সপ্তাহে ১ম ধাপে ৩৭০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন সালমা-আদিল ফাউন্ডেশন।