বাঁশখালী টাইমস: বাঁশখালীর বৈলছড়ি ইউনিয়ন তৃণমূল আওয়ামী পরিবারের উদ্যোগে বাঁশখালী উপজেলা তাঁতী লীগের সভাপতি মনছুর আলমের সার্বিক ব্যবস্থাপনায় এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বৈলছড়ি চেচুরিয়া অদুদিয়া ফোরকানিয়া মাদরাসায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা তাঁতী লীগের সভাপতি মনছুর আলম, বাঁশখালী উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি রাশেদ আলী, বাঁশখালী উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক মনজুরুল আলম, বৈলছড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মেম্বার দিদারুল হক, সাবেক মেম্বার নেছার আহমদ, সাবেক মেম্বার আবদুল আলিম সিকদার সোহাগ, যুবলীগ নেতা দিদার হোসাইন, শ্রমিক নেতা মো: মিজান, যুবলীগ নেতা মো: ইলিয়াছ প্রমুখ। ইফতার মাহফিলে স্থানীয় প্রায় ৪০০ জনকে ইফতার পরিবেশন করানো হয়। ইফতারের আগে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাবেক মেম্বার নেছার আহমদ।
বাঁশখালী উপজেলা তাঁতী লীগের সভাপতি মনছুর আলম বলেন, বৈলছড়ি ইউনিয়ন তৃণমূল আওয়ামী পরিবারের উদ্যোগে পুরো ইউনিয়নে ইফতার মাহফিলের আয়োজন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ ৬ নাম্বার ওয়ার্ডে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।