নবগঠিত বৈলছডী ইউনিয়ন যুবদলের কমিটি গত ১৪ জানুয়ারী অনুমোদন হয়েছে। ইউনিয়ন যুবদলের সভাপতি ও সম্পাদকের পক্ষে সাংগঠনিক সম্পাদক শওকতুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
মোহাম্মদ ইউনুছকে সভাপতি ও মোহাম্মদ জমির উদ্দীনকে সাধারণ সম্পাদক করে মোট ১০১ সদস্য বিশিষ্ঠ দুই বছর মেয়াদী কার্যকরী কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
বিজ্ঞতিতে উল্লেখ আছে, ‘উপজেলা সভাপতি ও সম্পাদকের পরামর্শে সহ-সভাপতি ও সম্পাদকীয় কিছু অতিরিক্ত পদ সৃষ্টিকরা হয়েছে। কমিটি গঠনে সিনিয়র নেতৃবৃন্দ বিশেষ করে উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন বি এন পি’র সদস্য সচিব এম আব্দুল হক, উপজেলা ছাত্রদলের সাবেক সহ- সভাপতি ও উপজেলা যুবদলের সহ-আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিক,উপজেলা যুবদলের সহ – প্রচার সম্পাদক নেছারুল হক, ক্রীডা বিষয়ক সম্পাদক মুহাম্মদ ইউসুফ, সহ-শ্রম বিষয়ক সম্পাদক রিদওয়ানুল হক সহ নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা জানাচ্ছি। অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্চি, বাঁশখালী উপজেলা বি এন পি’র সাধারণ সম্পাদক ও বৈলছডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম খলিলকে।’
বিজ্ঞপ্তি।।