BanshkhaliTimes

বৈলগাঁও কনজুল উলুম মাদ্রাসার ৪৯তম বার্ষিক সভা কাল

BanshkhaliTimes

প্রতিবছরের ন্যায় এ বছরও বাঁশখালীর স্বনামধন্য, ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পশ্চিম বৈলগাঁও কনজুল উলুম মাদ্রাসার (হিফজখানা ও এতিমখানা) ৪৯তম বার্ষিক সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী ১৫ ফেব্রুয়ারি, শুক্রবার অনুষ্ঠিতব্য এ সভায় হিফজ সমাপ্তকারী ছাত্রদের পাগড়ী প্রদান করা হবে। উক্ত অনুষ্ঠানে দেশবরেণ্য খ্যাতনামা ওলামা মাশায়েখ, বুযুর্গানে দ্বীন ও প্রসিদ্ধ ওয়াজিনে কেরামগণ উপস্থিত থাকবেন। এই মহতি সভায় সকলকে সবান্ধব উপস্থিত থেকে মাদরাসার উন্নয়ন কার্যক্রম স্বচক্ষে পর্যবেক্ষণ এবং ওয়াজিনে কেরামগণের মূল্যবান বক্তব্য শ্রবণ করার জন্য দ্বীনি দাওয়াত জানিয়েছেন মাদরাসার পরিচালক মুহতারাম মৌলানা মুহাম্মদ আবু বকর। তিনি মাদরাসার উন্নয়নকল্পে সকলের সুপরামর্শ ও সার্বিক সহায়তা কামনা করেন।
প্রেস বিজ্ঞপ্তি

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *