ভাষা
মু. বেলাল উদ্দীন জালাল
কোটি দামালের রক্তেমাখা আমার বর্ণমালা
তাতেই আমার কান্নাহাসি মেটাই মনের জ্বালা
তার রূপসুধাতেই মুগ্ধ আমি বাঁধি গানের সুর
সাঝঁ পেরোলেই আধারঁ নামে মিষ্টি রোদের ভোর।
খোকাবাবু মায়ের মুখে শোনে অ আ ধ্বনি
বর্ণমালায় কাঁদে খোকা শোনে কেচ্ছাকাহিনী
বুড়োমাঝি পালতুলে গায় ভাটিয়ালি জারি
জোয়ার ভাটায় জল ডিঙ্গিয়ে চলে সারি সারি ।
বাংলা ভাষায় পদ্য লিখি গাঁথি প্রাণের কথা
এই ভাষাতেই রাঙ্গে সবুজ হাসে তরুলতা
বাংলা আমার প্রাণের ভাষা বাংলা আমার দেশ
বাংলা গানে ভুলি আমি মনের হিংসা-দ্বেষ
বায়ান্নেরই একুশ তারিখ বজ্রকঠিন শপথ
নাম অজানা লক্ষ দামাল রক্তে রাঙ্গালো রাজপথ
পাক বাহিনী মারলো গুলি বুলেট শত শত
ভাষার লাগি রক্ত দিল রফিক সালাম বরকত।
অবাক হলো বিশ্ববিবেক যুদ্ধ ভাষার তরে
আসুক যত বাধারঁ পাহাড় বাঙালী কভু ডরে?
না,ভয় চেনেনা দুর্দমবীর সদা লড়ে রণাঙ্গণে
আমার ভাষা আমার মুখে তাদের কঠিন পণে ।