চট্টগ্রাম লেখিকা সংঘের উদ্যোগে বিশিষ্ট লেখক ও ইসলামী চিন্তাবিদ বেগম রুনু সিদ্দিকীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা গত ২৬ অক্টোবর চট্টগ্রাম লেডিস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংঘের সভাপতি ড. আনোয়ারা আলম। স্বাগত বক্তব্য দেন সংঘের সম্পাদক জিনাত আজম।
স্মৃতিচারণে বেগম রুনু সিদ্দিকীকে একজন সমাজসেবক, লেখক এবং ইসলামী চিন্তাবিদ আখ্যায়িত করে বক্তারা বলেন, এই শহরে তিনি নারীদের জন্য একটি আধ্যাত্মিক ভুবন গড়ে তুলেছিলেন। আলোকিত নারী সমাজ গঠনে তাঁর অনুকরণীয় চারিত্রিক গুণ ও নৈতিকতার আদর্শকে লালন ও ধারণ করতে হবে আজকের নারীদের।
সভায় বেগম রুনু সিদ্দিকীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে অন্যদের মধ্যে বক্তব্য দেন লেখক কুসুম আক্তার ভান্ডারী, কবি কোহিনুর শাকি, প্রাবন্ধিক কাজী রুনু বিলকিস, কবি কাজী কামরুন্নাহার, ছড়াশিল্পী সৈয়দা সেলিমা আক্তার ও কবি-গীতিকার রুমি চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।
