বেগম জিয়ার মুক্তি দাবিতে চট্টগ্রামে বিএনপির মহাসমাবেশ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নগরীর কোতোয়ালি থানার নূর আহমদ সড়কে মহাসমাবেশ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মার্চ) বিকেল সাড়ে তিনটায় নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ফ্লাইট বিএস২২১ বিধ্বস্ত হয়ে নিহতদের প্রতি শোক জানিয়ে সভার কাজ শুর করা হয়।

সভায় উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহাম্মদ, মির্জা আব্বাস, ড. মঈনু খান, আমির খসরু মাহমুদ চৌধুরী।

সভাপতিত্ব করছেন নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন। পরিচালনা করছেন সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।

লালদীঘি পাড়ে সমাবেশটি করার ঘোষণা দিলেও পুলিশের অনুমতি না পাওয়ায় শেষপর্যন্ত দলীয় কার্যালয়ের সামনের সড়কে এ সমাবেশ করছে বিএনপি।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *