বাংলাদেশ জাতীয়তাবাদী দল চেয়ারপার্সন, তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বাঁশখালী উপজেলা ছাত্রদলের উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল সম্প্রতি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদল নেতা ফরহাদুল ইসলাম। উপজেলা ছাত্রদল নেতা বেলাল মাহমুদের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদল নেতা জালাল উদ্দীন। এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আব্দুল মালেক, মোহাম্মদ সোলতান, জোসেফুল ইসলাম, সৈয়দ নুরুল আবচার, মোহাম্মদ দিদার, ফরহাদুল ইসলাম চৌধুরী আসিফ, নুর উদ্দীন, রনি চৌধুরী, রাকিবুল ইসলাম, রাশেদুল ইসলাম, ওয়াহেদ, মানিক, হেলাল উদ্দিন, নেছার উদ্দিন, মোহাম্মদ ফারুক, কলিম উল্লাহ, রশিদ আহমেদ, শহীদ উল্লাহ, শাকিব, কফিল উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনায় এক বিশেষ মোনাজাতের মাধ্যমে উক্ত অনুষ্ঠান শেষ হয়।
প্রেস বিজ্ঞপ্তি
