বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে পরোয়ানার প্রতিবাদে দক্ষিণজেলা যুবদলের বিক্ষোভ

কেন্দ্রঘোষিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের উদ্যোগে সংগঠনের সভাপতি বদরুল খায়ের চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সহ সভাপতি এডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসীন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক খোরশেদুল আলম, আনোয়ারা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক হুমায়ন কবির আনসার, লোহাগাড়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন চৌধুরী খোকন, বাঁশখালী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো: ইব্রাহিম খলিল, চন্দনাইশ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ সভাপতি নুরুল হুদা নাছের, সাজেদুল ইসলাম মিন্টু, জসিম উদ্দিন, মো: হাসান আলী, সহ সাধারণ সম্পাদক মো; নাছির উদ্দিন চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, মঞ্জুরুল আলম মঞ্জু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ, আনোয়ারা উপজেলা যুবদলের সভাপতি আবদুল মঈন চৌধুরী ছোটন, পটিয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, আনোয়ারা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আবছার, পটিয়া উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম, যুবদল নেতা মো: আলমগীর হোসাইন, মনছুর আমিরী, জসিম উদ্দিন, সুমন, মিজান, বদিউল আলম প্রমুখ। বক্তারা বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে দেশনেত্রীর বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি দেশের রাজনৈতিক পরিবেশের জন্য এক অশনী সংকেত। গ্রেফতারি পরোয়ানা জারি করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাংলাদেশে আগমনকে ঠেকানো যাবে না। অচিরেই বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে ইনশাল্লাহ।

|| প্রেস বিজ্ঞপ্তি ||

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *