বৃষ্টিতে আবারও ব্যাপক ক্ষতি বাঁশখালীতে

অথৈ আমিন: ঘুর্ণিঝড় ‘মোরার’ ব্যাপক তান্ডবের রেশ কাটতে না কাটতে আবারও প্রবল বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে বাঁশখালীবাসী। গতকাল সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত টানা ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে ভেঙে গেছে শতাধিক ঘর-বাড়ি। বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে বাঁশখালীর প্রধান সড়কসহ অভ্যন্তরীণ রাস্তাগুলো এতে দক্ষিণ-পশ্চিম বাঁশখালীর সাথে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।

জানা গেছে গতরাত ৩ টার দিকে সবাই যখন সেহরি তৈরি ও খাওয়ার জন্য ব্যস্ত ঠিক সেই সময়ে গন্ডামারাসহ সারা বাঁশখালীতে আঘাত হানে ভয়াবহ বজ্রসহ বাতাস এবং প্রচন্ড বৃষ্টিপাত। এতে ভেঙে গেছে প্রায় শতাধিক ঘর-বাড়ি। প্রধান সড়ক সহ বিভিন্ন রাস্তা প্লাবনের ফলে ভেঙে গিয়ে বন্ধ হয়ে গেছে দক্ষিণ-পশ্চিম বাঁশখালীর সাথে যোগাযোগ ব্যবস্থা।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *