বাঁশখালী টাইমস: আজ বাঁশখালীর কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব হাবিব উল্লাহ চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকী।
তাঁর বর্ণাঢ্য জীবনে তিনি চট্টগ্রাম দক্ষিন জেলা কৃষক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ বাঁশখালী উপজেলা শাখার সভাপতি (১৯৮০-১৯৯৬ ইং), ২নং সাধনপুর ইউনিয়নের ৪বার নির্বাচিত চেয়ারম্যান (১৯৭৩-৮৮,৯১-৯৯ ইং), বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
তাঁর জানাজায় হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছিল। তাঁর যোগ্য উত্তরসূরি হিসেবে ছেলে আহছান উল্লাহ চৌধুরীও সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। বড় ছেলে আমান উল্লাহ চৌধুরী ইউনিয়ন আওয়ামীলীগের বর্তমান সভাপতি এবং ছোট ছেলে ফয়সল জামিল চৌধুরী ছাকি বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বিভিন্ন কর্মসূচি পালিত হবে।