পুকুরিয়া প্রতিনিধি: বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, যুদ্ধকালীন গ্রুফ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা
মরহুম শফিকুল ইসলামের ১১ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে মরহুমের কবর জেয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক ও পূর্বদেশ সম্পাদক আলহাজ্ব মুজিবুর রহমান সিআইপি।
আরও উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু সৈয়দ, বাঁশখালী উপজেলা কৃষক লীগের সভাপতি মোহাম্মদ ইলিয়াছ, সাধারণ সম্পাদক ও সাধনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহছান উল্লাহ, পুকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আবেদুল ইসলাম লিটন, ছাত্রলীগ নেতা শেখ মোহাম্মদ প্রমুখ।
অনুষ্ঠানে আওয়ামীলীগ নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পুকুরিয়া মাদ্রাসার শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
মুজিবুর রহমান সিআইপি তাঁর বক্তব্যে বলেন- ‘মুক্তিযোদ্ধারা দেশের সূর্যসন্তান, বাংলাদেশের অস্তিত্বের শিরা-উপশিরায় তাঁদের রক্ত প্রবাহমান।
বাঁশখালীর আওয়ামী রাজনীতিতে বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলামের অবদান অনস্বীকার্য।’