বৈলছড়ী প্রতিনিধিঃ ‘লাল বাহিনী’ চট্টগ্রাম বিভাগীয় চীফ কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা, প্রখ্যাত শ্রমিক নেতা মরহুম আলহাজ্ব দানেশ আহমদ চৌধুরী ‘র ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বৈলছড়ী নজমুন্নেছা উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা, চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুফিজুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু ছৈয়দ, বিশিষ্ট কলামিস্ট অধ্যাপক মোঃ মাসুম চৌধুরী, দানেশপুত্র আদিল চৌধুরী, বৈলছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কফিল উদ্দীন, সাধারণ সম্পাদক বাবু টুটন চক্রবর্তী, প্যানেল চেয়ারম্যান নুর মোঃ জামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমরুল হক চৌধুরী ফাহিম, রাসেল জনি, ছাত্রলীগ নেতা মোঃ সোহেল, ইঞ্জিঃ হাসান ইমাম, সাদ্দাম হোসন ইমন, রিক্সন কুমার দেবসহ অন্যান্য নেতৃবৃন্দ। সাবেক কমিশনার মোঃ শহীদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রজন্ম চট্টগ্রাম কেন্দ্রীয় সংসদের সভাপতি চৌধুরী মোঃ জসীমুল হক। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দীপেেশ চক্রবর্তী।
বক্তারা বলেন, দানেশ আহমদ চৌধুরী জাতির জনকের আস্থাভাজন হিসেবে বিভিন্ন সংগ্রাম আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, তাঁর আদর্শ তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়া দরকার।