বাঁশখালীর কৃতিসন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী, বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মোহাম্মদ ছমিউদ্দীনের আজ দ্বিতীয় মৃত্যুবার্ষিকী।
২০১৫ সালের ০৩ জুন বিকাল ২.০০ টায় ভারতের কলকাতাস্থ টাটা মেডিকেল সেন্টারে তিনি ইন্তেকাল করেন।
তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরঅান খতম, দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, তিনি সাধনপুর ইউপির চেয়ারম্যান, বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতিসহ অসংখ্য শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন।
মহান মুক্তিযুদ্ধে বাঁশখালীর গ্রুপ কমান্ডার ছাড়াও বীরত্বপূর্ণ অবদানের জন্য সরকারকর্তৃক বিভিন্ন পদকে ভূষিত হন। (বিজ্ঞপ্তি)