আবদুল মাজেদ, কাথরিয়া: কাথরিয়া ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আবু জাহের চৌধুরী আর নেই। তিনি আজ ১৪ জুলাই দুপুর ১২.৩০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজেউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। এই মহৎ ব্যক্তি ০১-১০-১৯৫৪ সালে কাথরিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী নেওয়াজ চৌধুরী বাড়িতে জন্মগ্রহইণ করেন। মুক্তিযুদ্ধের সময় তিনি ১নং সেক্টরের অধীনে বাঁশখালীর সাব সেক্টরে যুদ্ধ করেন। ২০০২ সালে তিনি কাথরিয়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন।
তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাঁশখালী উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ জহিরুল ইসলাম।
আগামীকাল সকাল ১০ টায় কাথরিয়া বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হবে।