BanshkhaliTimes

বীর মুক্তিযোদ্ধা এলএমজি রশিদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

আজ বুধবার ১৯ সেপ্টেম্বর, বীর মুক্তিযোদ্ধা এম.এ.রশিদ (এল,এম,জি রশিদ) সাহেবের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী। ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মুক্তিযুদ্ধের শুরুর দিকে ভারত থেকে গেরিলা প্রশিক্ষণ শেষে সহযোদ্ধাদের নিয়ে পুনরায় নিজ মাতৃভূমিতে ফিরে বিভিন্ন স্থানে বীরত্বের সাথ গেরিলা অপারেশনে অংশগ্রহণ করেন। যুদ্ধের সময় তিনি দক্ষতার সাথে এল.এম.জি (বিশেষ অস্ত্র) পরিচালনা করতেন, তখন থেকে তাঁর সহযোদ্ধারা তাঁকে এল,এম.জি রশিদ নামে ডাকতেন। সেই থেকে তিনি এল,এমজি রশিদ নামে বেশী পরিচিত। তিনি” বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ”চট্টগ্রাম দক্ষিণ জেলা কমান্ড এর ডেপুটি কমান্ডার ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড “বাঁশখালী উপজেলা কমান্ড এর দায়িত্ব পালন করেন। এ’ছাড়াও বাঁশখালী ডিগ্রী কলেজ গভর্নিং বডির অন্যতম সদস্য ছিলেন। মরহুমের মৃত্যবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। বাদে আছর খতমে কোরান, দুঃস্থ ও এতিমদের আপ্যায়ণের ব্যবস্থা গ্রহণ এবং সর্বশেষে মরহুমের কবর জেয়ারত করা হবে।

প্রেস বিজ্ঞপ্তি

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *