জালাল উদ্দীন মিজবাহ|জলদী
বাঁশখালী ( Banshkhali ) পেল আরও একটি মেধাবী মুখ। স্বপ্নের ৩৫ তম বিসিএসে উত্তীর্ণ হয়ে শিক্ষা ক্যাডারে নিয়োগের জন্য সদ্য সুপারিশপ্রাপ্ত, বাঁশখালীর ( Banshkhali ) কৃতি সন্তান, জলদী হোসাইনিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার দাখিল (এসএসসি) ২০০৭ ব্যাচের মেধাবী ছাত্র এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের মাস্টার্সের মেধাবী ছাত্র মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
শুভেচ্ছা বিনিময়কালে ছোট ভাইদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি বিসিএসে নিয়োগ পেয়েছি সেটা বড় কথা নয়, সবচেয়ে বড় কথা হলো আমি কিভাবে দেশ ও জাতির সেবা করতে পারি।
তিনি আরো বলেন, চেষ্টা কর, লক্ষ্য অটুট রাখ এবং মহৎ হৃদয়ের অধিকারী হও। তাহলে অবশ্যই তোমরাও ইনশা আল্লাহ সফল হবে।