Give food on the hands- মুক্ত করার অন্ন দান প্রতিপাদ্যে স্বেচ্ছাসেবী সামাজিক এবং জনকল্যাণমুলক সংগঠন একুশে ফাউন্ডেশন বাঁশখালী শাখার উদ্যোগে পশ্চিম চাম্বল তালিমুল কোরআন হেফজখানা ও এতিমখানায় শিশুদের মাঝে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ২য় ইভেন্টে খাবার বিতরণ প্রজেক্ট (১৬অক্টোবর ২০২০) শুক্রবার দুপুর ০২টায় সম্পন্ন হয়।
সংগঠনের এডমিন এবং খাবার বিতরণ প্রজেক্টের দায়িত্বশীল -এহসান উল্লাহ বলেন, একুশে ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে প্রতি সপ্তাহে শুক্রবার আমরা খাবার বিতরণ প্রজেক্ট চলমান থাকবে। এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা এডমিন শামিম উল্লাহ আদিল, জিএন কবির চৌধুরী, মাহমুদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সেচ্ছাসেবী সংগঠন একুশে ফাউন্ডেশন একটি জনকল্যাণমুলক প্লাটফর্ম। মানবতার জন্য দিবারাত্রি ছুটে চলছে। মহামারী করোনায় ত্রাণ বিতরণ, পবিত্র মাহে রহযানে সেহরি ও ইফতার বিতরণ প্রজেক্ট, মুমূর্ষু রোগীদের রক্তদান এবং রক্ত ম্যানেজ করে দেওয়া, অসহায় রোগীদের চিকিৎসা সহয়তা দান, গরীব কৃষকদের শ্রমদান কর্মসূচী এবং রক্তগ্রুপ নির্ণয় কর্মসূচিসহ সামাজিক গণসচেতনতায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।