বাঁশখালী টাইমস: লেয়াকত আলীর মিডিয়াভাগ্য যেন সুপ্রসন্ন! বারবার কোনো না-কোনোভাবে দেশি মিডিয়া ছাড়িয়ে বিশ্বমিডিয়ায় নাম চলে আসছে তার। এবার এলো বিবিসি বাংলায়।
বাঁশখালীর একটা স্কুলে পরীক্ষার প্রশ্নপত্রে লেয়াকত আলীকে জাতির জনক বঙ্গবন্ধুর সাথে তুলনা করে প্রশ্ন ছাপানোর অভিযোগে ১৩ জন শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে।
বিবিসি বাংলা আজ তাদের পোর্টালে নিউজ করেছে “২০১৬ সালে দক্ষিণ চট্টগ্রামের মাধ্যমিক স্কুলের হাফ-ইয়ারলি পরীক্ষার জন্য তৈরি একটি প্রশ্নপত্রে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবকে স্থানীয় একজন বিএনপি নেতার সাথে তুলনা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। সেই সূত্রে তদন্তের পর পুলিশ দেশদ্রোহিতার মামলা করে।”
একই নিউজে বিবিসি বাংলা লেয়াকত আলীকে (এল) অদ্যাক্ষরের বিএনপি নেতা ও চেয়ারম্যান বলে পরিচয় করে দেয়।
উল্লেখ্য, বাঁশখালীর গণ্ডামারায় এস. আলম পাওয়ার প্লান্ট কর্তৃক কয়লা বিদ্যুৎকেন্দ্র নির্মাণকে কেন্দ্র করে পুলিশ ও গ্রামবাসীর সংঘর্ষে ৪/৫ জন নিরীহ লোক নিহত হয়। সেই সময় এই লেয়াকত আলী গ্রামবাসীর পক্ষ হয়ে একাই প্রতিরোধ-প্রতিবাদে ফেটে পড়ে। তখন বাঁশখালীর অধিকাংশ নেতা নীরব ভূমিকা পালন করেছিল। আর তখনই লেয়াকত আলীর জনপ্রিয়তা হু হু করে বেড়ে যায়।
সে সময় সাংবাদিকদের দেয়া কয়লা বিদ্যুৎ সম্পর্কে লেয়াকত আলীর একটা দীর্ঘ ভিডিও সাক্ষাৎকার প্রচুর জনপ্রিয়তা পেয়েছিল। সে ক্লিপটির ভিউও লাখ ছাড়িয়ে যায়।
আর তখন বিবিসি, সিএনএন, আল জাজিরার মতো বিশ্বমিডিয়ায় লেয়াকত আলীর নাম বারবার ধ্বণিত হতে থাকে।