বিশ্বদরবারে বাংলাদেশের ভিন্ন পরিচিত ও অর্জন।
বাংলাদেশের ছেলে হাফেজ মোহাম্মদ তারিকুল ইসলাম দুবাইয়ে অনুষ্ঠিত ২১তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১০৩ রাষ্ট্রের হাফেজদের সাথে প্রতিযোগিতা করে শীর্ষস্থান দখল করেছে। ৮৯ জন প্রতিযোগীকে পেছনে ফেলে সে এই অ্যাওয়ার্ড অর্জন করে। তাকে পুরস্কার প্রদানের সময় দর্শকরা ছবি তুলতে থাকে ও ভিডিও করে মুহূর্তটাকে স্মরণীয় করে রাখে। পরবর্তীতে তার সাথে সেলফি নেওয়ার জন্যও ভিড় করতে থাকে দুবাইর বড় বড় শিল্পপতিরা। এ হচ্ছে বিশ্বদরবারে বাংলাদেশের বিরাট অর্জন। সে পুরস্কার হিসেবে পেয়েছে ২লক্ষ ৫০ হাজার দিরহাম বা আনুমানিক ৫০ লক্ষ টাকা।
উল্লেখ্য, সুরেলা কন্ঠে সে ৪র্থ স্থান অর্জন করে। সুরেলা কন্ঠে প্রথম স্থান ও সম্মিলিতভাবে ২য় স্থান অর্জন করে আমেরিকার হোযাইফা সিদ্দিকী।
মহান আল্লাহ ১৫ বছরের এই বালকের জীবনকে আরও উজ্জ্বল ও প্রসারিত করুক।
নিচে হাফেজ তারিকুলের কোরআন তেলাওয়াতের কিছু লিংক দিলাম।
https://m.youtube.com/watch?v=BgiS0VZ7xsw