বাঁশখালী টাইমস: বাঁশখালী কালীপুরের কৃতি সন্তান এবং বাঁশখালী টাইমসের মডারেটর আমজাদুল আলম মুরাদ পৃথিবী ব্যাপী ডাটাবেজ প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ওরাকল কর্পোরশনের সর্বোচ্চ ডিগ্রি ১২সি সার্টিফিকেট অর্জন করেছেন। এর আগে তিনি একই প্রতিষ্ঠান থেকে ওরাকল ১০ জি, ১১ জি, ডিটেকটিভ কন্ট্রোল এর উপর সার্টিফিকেট অর্জন করেন। অন্য বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান মাইক্রোসফট কর্পোরেশন থেকেও তিনি এমসিটিএস সার্টিফিকেট অর্জন করেন। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ স্নাতকোত্তর করা আমজাদুল আলম মুরাদ বর্তমানে ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের প্রধান কার্যালয়ের আইটি ডিভিশনে ডাটাবেজ এডমিনিস্ট্রেটর হিসেবে কর্মরত আছেন। তিনি বাঁশখালীর কালিপুরের ঐতিহ্যবাহী সিকান্দার মিয়াজী বাড়ির মরহুম নুরুল আমিন ও রিজিয়া আমিনের সন্তান। আমজাদুল আলম মুরাদ চট্টগ্রামের ওমরগনি এম ই এস কলেজের অধ্যক্ষ আ,ন,ম সরওয়ার আলম, এডিশনাল পাবলিক প্রসিকিউটর ও কালীপুরের চেয়ারম্যান এডভোকেট আ,ন,ম শাহাদত আলম এবং আইটি বিশেষজ্ঞ যুক্তরাষ্ট্র নিবাসী আ,ন,ম অহিদুল আলমের ছোট ভাই।
