এবারই প্রথম বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) কোনও আসরের পর্দা উঠছে ঢাকার বাইরে। শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২০ ওভারের টুর্নামেন্টটি শুরু হচ্ছে। প্রথম আটটি ম্যাচ হবে সিলেটে। উদ্বোধনী ম্যাচে দুপুর ২টায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে সিলেট সিক্সার্স। দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্স সন্ধ্যা ৭টায় লড়বে রাজশাহী কিংসের বিপক্ষে। ম্যাচ দুটি দেখা যাবে গাজী টিভি ও মাছরাঙ্গা টেলিভিশনে।
বিপিএলের পঞ্চম আসর শুরুর আগে চিটাগং ভাইকিংস ছাড়া বাকি ছয় দলই পৌঁছে গেছে সিলেটে। প্রথমবারের মতো কুড়ি ওভারের এই টুর্নামেন্ট খেলতে আসছেন লাসিথ মালিঙ্গা ও ব্রেন্ডন ম্যাককালাম। টি-টোয়েন্টির সর্বোচ্চ রান সংগ্রাহক ক্রিস গেইল ছাড়াও আছেন কুমার সাঙ্গাকারা-শহীদ আফ্রিদির মতো ক্রিকেটাররা।
এবারের বিপিএলের আকর্ষণ বাড়িয়ে দিয়েছে সিলেট স্টেডিয়ামের অনিন্দ্যসুন্দর রূপ। বিপিএলে অভিষেক হলেও আন্তর্জাতিক ক্রিকেটে সিলেট স্টেডিয়াম অভিষিক্ত হয়েছে প্রায় সাড়ে তিন বছর আগে। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ছয়টি ম্যাচ হয়েছিল এখানে। কিন্তু সেবার তেমন দর্শক টানতে পারেনি। তবে বিপিএলকে ঘিরে সিলেটে এখন সাজ সাজ রব, মানুষের মাঝে তুমুল আগ্রহ। বিপিএলের মতো আকর্ষণীয় টুর্নামেন্টের কারণে সিলেট স্টেডিয়াম যে প্রচারের আলোয় আসবে, তা নিশ্চিত।
ভেন্যু আর দল নিয়ে বিপিএলে অভিষেকের অপেক্ষায় সিলেট সিক্সার্স। চ্যাম্পিয়ন ঢাকার বিপক্ষে তাদের ম্যাচ দিয়ে সুরমা পাড়ে পর্দা উঠছে বিপিএলের পঞ্চম আসরের।