BanshkhaliTimes

‘বিনিয়োগের মাধ্যমে ৮৫ লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টি করেছে ইসলামী ব্যাংক’

BanshkhaliTimes

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ও.আর. নিজাম রোড শাখা চট্টগ্রামের ৫৯১৪/সি, সিডিএ এভিনিউ-তে অবস্থিত স্যানমার টাওয়ার-১ এ স্থানান্তর করা হয়েছে। ৩ ডিসেম্বর ২০২২ ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে নতুন স্থানে শাখার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিফতাহ উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জোন প্রধান মিয়া মোহাঃ বরকত উল্লাহ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর লায়ন মোহাম্মদ ইলিয়াস। চট্টগ্রাম উত্তর জোনপ্রধান মোহাম্মদ নুরুল হোসাইনের সভাপতিত্বে গ্রাহক ও শুভানুধ্যায়ীদের মধ্যে বক্তব্য দেন প্রাক্তন জেলা সেশন জজ মোঃ জসিম উদ্দিন, চট্টগ্রাম ইন্সটিটিউট অব অ্যাপ্লাইড হেলথ সাইন্সের অধ্যাপক ড. মোহাম্মদ শফিউল হাসান, চট্টগ্রামের পার্কভিউ হাসপাতাল প্রা. লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিম, ওয়েল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলাম কমু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আসিফুল হক চৌধুরী। এতে শাখার কর্মকর্তা, গ্রাহক ও শুভানুধ্যায়ীগণ উপস্থিত ছিলেন।

মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমানে ইসলামী ব্যাংকের আমানত ১ লাখ ৫২ হাজার কোটি টাকা এবং বিনিয়োগ ১ লাখ ৩৮ হাজার কোটি টাকা। দেশের অধিকাংশ বৃহৎ শিল্প গ্রুপসহ তৈরি পোশাক শিল্প, হাউস বিল্ডিং, পরিবহন সেক্টর, শিল্প কারখানা, কৃষি উন্নয়নসহ বিভিন্ন সেক্টরে ইসলামী ব্যাংক বিনিয়োগ করেছে। এর মাধ্যমে প্রায় ৮৫ লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে পল্লী উন্নয়ন কর্মসূচির মাধ্যমে দারিদ্র্য দূরীকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে ইসলামী ব্যাংক। সারা দেশে প্রায় ৩০ হাজার গ্রামের ১৬ লক্ষ প্রান্তিক মানুষের মাঝে এ ব্যাংকের মাধ্যমে ক্ষুদ্র বিনিয়োগ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

তিনি বলেন, দেশের এক তৃতীয়াংশ রেমিট্যান্স আহরণের মাধ্যমে এ ব্যাংক দেশের রিজার্ভ বৃদ্ধিতে অবদান রাখছে। এছাড়া আমদানি ও রপ্তানি বাণিজ্যে শীর্ষে অবস্থান করছে ইসলামী ব্যাংক। সম্প্রতি দ্য এশিয়ান ব্যাংকার কর্তৃক ২০২২ সালে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ব্যাংক হিসেবে স্বীকৃতি পেয়েছে ইসলামী ব্যাংক। তিনি সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামী ব্যাংকের বিষয়ে নেতিবাচক প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য গ্রাহকদের অনুরোধ জানান।
প্রেস বিজ্ঞপ্তি

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *