বাঁশখালী টাইমস: গতরাতে আকস্মিকভাবে বিদ্যুৎ শকে ইন্তেকাল করেছে ফুটফুটে মেধাবী বালক মায়াজ মাহমুদ আনওয়ার (১৬)। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন। সে বাংলাদেশ নৌবাহিনী কলেজে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত ছিল। মায়াজ মা-বাবা ও আত্মীয় স্বজনের কাছে অত্যন্ত আদরের ছিল। সে ছিল নম্র, ভদ্র ও অমায়িক আচার আচরণের অধিকারী। ছোটবড় সবার প্রিয়পাত্র মায়াজকে হারিয়ে তার মা বাবা বাকরুদ্ধ। তার এই অনাকাঙ্ক্ষিত আকস্মিক মৃত্যুসংবাদে আত্মীয় স্বজন ও গ্রামের বাড়ি নাটমুড়ায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, রবিবার দিবাগত রাত দেড়টায় শহরের হালিশহর কে ব্লকস্থ বাসায় আইপিএসের লাইন খুলতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়।বন্যার পানি বাসায় ঢুকেছে তাই তাকে আইপিএসের লাইন খুলে দিয়ে ঘুমাতে বলেছিল। লাইন খুলতে গিয়ে বিদ্যুৎ শক লেগেট ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে এম্বুলেন্সে করে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, নিহত মায়াজ কলেজিয়েট স্কুল থেকে এসএসসিতে এ প্লাস পেয়েছিল। সে বাঁশখালী উপজেলার পুকুরিয়া নাটমুড়া গ্রামনিবাসী ব্যাংকার তালাত মাহমুদের বড় ছেলে।
আজ দুপুর ২ টায় নাটমুড়া দারোগা মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়।