বাঁশখালী টাইমস: এ-যেন অজপাড়ায় গাঁয়ের চেয়েও নিম্নশ্রেণির কোনো এলাকা! টানা ৫ দিন বিদ্যুৎ নেই মাত্র কয়েকটি ইউনিয়ন ছাড়া। খোদ পৌরসভার অনেক ওয়ার্ডে বিদ্যুৎ নেই। পুকুরিয়া থেকে শুরু করে ছনুয়া-পুঁইছড়ি কোত্থাও বিদ্যুৎ নেই ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতের আগে থেকে। এমনিতেই পল্লিবিদ্যুতের ব্যবস্থাপনার ওপর গ্রাহকেরা ক্ষুব্ধ। সামান্য বাতাস বইলে বা বৃষ্টির অযুহাতে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎহীন থাকে বাঁশখালী। এদিকে মোরার আঘাতের পর থেকে বিদ্যুৎ নেই। লোকজন ভয়ঙ্কর কষ্ট ও সীমাহীন দুর্ভোগের মধ্যে আছে।
বিদ্যুৎহীন এই অবস্থায় সবার মোবাইল অফ, যোগাযোগহীন হয়ে পড়েছে পুরো বাঁশখালী। মানুষের বিপদাপদের খবর পর্যন্ত পৌঁছানো যাচ্ছে না, নেয়া যাচ্ছে না ভালো-মন্দ কোনো খবর। এ-যেন সেই ৩০ বছর আগের বাঁশখালীতে ফিরে গেছে!
জনগণ ফুঁসে আছে। নেতাদেরও কোনো খবর নেই। তাদের দৃশ্যমান কোনো উদ্যোগও চোখে পড়ছে না। এভাবে কতদিন অন্ধকারে নিমজ্জিত থাকবে বাঁশখালীর মানুষ- তা কেউই জানে না। এ-যেন বিদ্যুৎহীন নয়, অভিভাবকহীন এক অন্ধকারাচ্ছন্ন বাঁশখালী!
পল্লিবিদ্যুৎ অফিসেও ফোন দিলেও তাতে সংযোগ দেয়া সম্ভব যাচ্ছে না বলে প্রতিত্তোর আসছে।