বাঁশখালী টাইমস: লোডশেডিংয়ের পর এবার বিদ্যুৎহীন পুরো বাঁশখালী! ‘মোরা’ আঘাত হানার আগে থেকেই লাপাত্তা এই বিদ্যুৎ! গতকাল ভোরে সেই যে গেছে আর আসেনি। ঘূর্ণিঝড় মোরা’র আঘাতে পুরো বাঁশখালীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, গাছপালা ভেঙ্গে বিদ্যুতের তার ছিঁড়েছে, উপড়ে গেছে বিদ্যুতের খুঁটি। সেই থেকে আজ অবধি বিদ্যুতের দেখা মেলেনি।
৩৩ হাজার ভোল্টের মূল লাইন ক্লিয়ার হলেও সন্ধ্যা পর্যন্ত বিদ্যুৎসংযোগ দেয়নি বলে জানা গেছে, যেটা পৌরসভায় দেওয়ার কথা ছিল। এর বাইরে ছোট সংযোগগুলোর অবস্থা আগের মতোই। গাছ ভেঙ্গে যেভাবে তারের ওপর পড়ে আছে সেভাবেই রয়ে গেছে। না লোকজন সরাচ্ছে, না পল্লীবিদ্যুতের লোকজন সরাচ্ছে।
পল্লীবিদ্যুতের লোকবলও কম বলে জানা গেছে। এব্যাপারে তরুণ ব্যবসায়ী আহমেদ রহমান পরামর্শ দেন যে,” ঘূর্ণিঝড় “মোরা”র অাঘাতে বাঁশখালীর প্রায় এলাকা ক্ষতিগ্রস্থ হয়েছে। স্বাভাবিকভাবেই বিদ্যুৎ উধাও। কখন অাসবে তাও বলা যাচ্ছে না। এমতাবস্থায় বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করণের লক্ষ্যে বিদ্যুৎঅফিস স্থানীয় চেয়ারম্যানদের সাহায্য নিয়ে যৌথভাবে কাজ করতে পারে। এক্ষেত্রে চেয়ারম্যানগণ চৌকিদারদের কাজে লাগিয়ে দ্রুত বিদ্যুৎসংযোগ দিতে সাহায্য করতে পারেন।
বিদ্যুৎসংযোগ দ্রুত ঠিক করার জন্য বাঁশখালী পল্লীবিদ্যুৎ অফিস এবং নির্বাচিত সকল জনপ্রতিনিধিদের দৃষ্টি অাকর্ষণ করছি।”