বাঁশখালী টাইমস: চট্টগ্রামের বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফুল ইসলাম (২২) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৫ জুলাই) দুপুর বারটার দিকে শাকপুরা দারুচ্ছুন্নাত সিনিয়র মাদরাসায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এ দূর্ঘটনা ঘটে।
নিহত আরিফুল ইসলাম বাঁশখালী উপজেলার পশ্চিম জলদী গ্রামের আমির হোসেনের ছেলে। সে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের অধীনে বোয়ালখালীতে কাজ করছিল।
শাকপুরা দারুচ্ছুন্নাত সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেন জানান, ভবনের কাজ করার সময় আরিফুল বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
শাকপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান মোনাফ বলেন, নির্মাণ শ্রমিকের মৃত্যুর বিষয়টি শুনেছি। বিস্তারিত আর কিছু জানেন না বলে তিনি জানান।