বাঁশখালী টাইমস: বাংলাদেশ টেলিভিশন বিটিভি’র ডেপুটি ডিরেক্টর জেনারেল (নিউজ) হিসেবে নিয়োগ পেলেন বাঁশখালীর কৃতি সন্তান সাংবাদিক অনুপ কুমার খাস্তগীর।
তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় গৌরবের সাথে দায়িত্ব পালন করেন। সাংবাদিকতা পেশার অধিকার ও বিভিন্ন দাবি আদায়ে তাঁর বলিষ্ট নেতৃত্বের কারণে সাংবাদিক সমাজের কাছে তিনি প্রিয়মুখ হয়ে উঠেছেন।
তিনি প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবি পরিচালনা বোর্ডের সদস্য ও বাংলাদেশ সংবাদ সংস্থার বিশেষ প্রতিনিধির দায়িত্ব পালন করেন।
তাঁর বাড়ি বাঁশখালীর কালীপুর ইউনিয়নে। তাঁর নিয়োগ প্রাপ্তিতে অভিনন্দন জানিয়েছেন বাঁশখালী সমিতি চট্টগ্রাম, বাঁশখালী পর্যটন উপজেলা বাস্তবায়ন কমিটি, বাঁশখালী সাহিত্য পরিষদ ও বাঁশখালী টাইমস পরিবার।