বাঁশখালী টাইমস: বাঁশখালীর তরুণ রাজনীতিক, উদ্যোক্তা, ব্যবসায়ী মোঃ মকছুদ মাসুদ বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানি ও প্রস্তুতকারক সমিতি (বিজিএমইএ) এর সদস্য নির্বাচিত হয়েছেন।
ম্যাক্সি-বাংলা স্যুয়েটার লিমিটেডের স্বত্বাধিকারী, প্রাইম স্টার লিমিটেডের চেয়ারম্যান মোঃ মকছুদ (মাসুদ) বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানি ও প্রস্তুতকারক সমিতি (বিজিএমইএ) এর সদস্য হিসেবে তালিকাভুক্ত হওয়ার পূর্বে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সদস্য হিসেবেও অন্তর্ভূক্তি পেয়েছেন।
বাঁশখালীর বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়ার তরুণ এই ব্যবসায়ী ইতোমধ্যে শ্রেষ্ঠ ‘জেলা সমবায়’ পুরস্কারসহ বেশ কয়েকটি পুরস্কার অর্জন করেছেন। বর্তমানে মোঃ মকছুদ বাঁশখালী উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন।