দীর্ঘ লড়াই-সংগ্রাম ও রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আজকের এই দিনে মহাকালের ইতিহাসের বাঙালির সর্বশ্রেষ্ঠ অর্জন বাংলাদেশের স্বাধীনতার চূড়ান্ত বিজয় অর্জিত হয়। মহান বিজয় দিবসের ৪৯ তম বার্ষিকীতে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রিয় চট্টগ্রাম এর উদ্যোগে চাঁন্দগাও সিডিএ পাবলিক স্কুল এন্ড কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানানোর পরে অসহায় দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করে প্রিয় চট্টগ্রাম সদস্যরা।
এই সময় প্রিয় চট্টগ্রাম এর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি নাফিজ মিনহাজ, সাংগঠনিক সম্পাদক আহসানুল ইসলাম সিকদার, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম, অর্থ সম্পাদক জয়নাল আবেদীন তামিম, দপ্তর সম্পাদক এসকান্দর নবী, সহ দপ্তর সম্পাদক শওকতুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক শাহেরিয়ার মির্জা সাকিব, উপ শিক্ষা বিষয়ক সম্পাদক জামশেদুল আলম, সমাজসেবা সম্পাদক সাজিদুল শরীফ হৃদয়, তথ্য প্রযুক্তি সম্পাদক সাদেকুর নূর সিকদার, উপ প্রচার সম্পাদক সাজ্জাদ বিন আলম, ক্রীড়া সম্পাদক নাজমুস সাকিব, উপ ক্রীড়া সম্পাদক আবদুল্লাহ, সহ ছাত্রকল্যাণ সম্পাদক আজওয়াত আলফি, সহ স্বাস্থ্যবিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন সাইফ, সহ সদস্য সংগ্রহ সম্পাদক আবরার হাসনাত ফরহান, সদস্য শাফায়েত, রামিদুল প্রমুখ।
-প্রেস বিজ্ঞপ্তি