বাঁশখালী টাইমস প্রতিবেদক: বাংলাদেশ সুপ্রীম কোর্ট আপীল বিভাগের সাবেক বিচারপতি আমিরুল কবির চৌধুরী আর নেই। তিনি আজ ১ মে ২০১৮ ইং সন্ধ্যা ৭ টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন।
ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন
তিনি বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, বিভাগীয় সমাজকল্যাণ ফেডারেশন সহ অসংখ্য সেবা, শিক্ষা ও মানবাধিকার সংগঠনের সাথে সরাসরি জড়িত থেকে সমাজসেবায় অসামান্য অবদান রেখেছেন।
তাঁর কৃতিত্ব ও সমাজসেবার জন্য বিভিন্ন সময় সরকারী- বেসরকারি সম্মাননায় ভূষিত হয়েছেন।
বাঁশখালীবাসীর সাথে ছিল তাঁর নিবিড় সম্পর্ক। বিশেষ করে প্রয়াত সমাজকর্মী সিরাজুল কবিরের সাথে সুসম্পর্কের সুবাদে বাঁশখালীতে অনেকবার বিভিন্ন অনুষ্ঠানে এসেছেন।
বিচারপতি আমিরুল কবির চৌধুরী মৃত্যুতে দেশ একজন সর্বজন শ্রদ্ধেয় আইনজ্ঞ, মানবাধিকার ব্যক্তিত্ব, দক্ষ সংগঠক সর্বোপরি একজন অকৃত্রিম সমাজসেবীকে হারালো।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন-
বিভাগীয় সমাজকল্যাণ ফেডারেশন, বাঁশখালী ফাউন্ডেশন, বাঁশখালী সমিতি, আদর্শ বায়তুল মাল তহবিল, সমন্বয়, কুলীন সংসদ, বাঁশখালী সমাজ উন্নয়ন ফোরাম, বাঁশখালী সাহিত্য পরিষদ, নক্ষত্র চট্টগ্রাম, নগর ও নাগরিক, বাঁশখালী পর্যটন উপজেলা বাস্তবায়ন কমিটি, বাঁশখালী টাইমস পরিবার সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও ব্যক্তিবর্গ।
মরহুমের দ্বিতীয় জানাজা আগামীকাল বাদে যোহর চান্দগাও আবাসিক এলাকা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।