BanshkhaliTimes

বিআরএ’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত হলেন বাঁশখালীর ডা. রফিকুল হাসান

BanshkhaliTimes

মঈনুল আজীম, বাঁশখালী টাইমস: বাংলাদেশে কিডনী বিষয়ক শীর্ষ সংগঠন বাংলাদেশ রেনাল এসোসিয়েশন (BRA) এর নির্বাচনে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (International Affairs) পদে বিজয় লাভ করেছেন বাঁশখালীর কৃতিসন্তান মেডিসিন ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. রফিকুল হাসান।

তিনি বর্তমানে কক্সবাজার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। 

তিনি বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি ও ঢাকা মেডিকেল কলেজ থেকে কৃতিত্বের সাথে এমবিবিএস সম্পন্ন করে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগদান করেন।

পেশাগত ডিগ্রী হিসেবে তিনি এমসিপিএস (মেডিসিন), এফসিপিএস (মেডিসিন), এমডি (নেফ্রোলজি) ইত্যাদি ডিগ্রী লাভের পাশাপাশি চিকিৎসা বিজ্ঞান বিষয়ক বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রশিক্ষণ, কোর্স ও সেমিনারে অংশগ্রহণ করেন।

ডা. রফিকুল হাসানের জন্ম বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের হাজীগাঁও গ্রামে। তিনি বর্তমানে শুক্রবার ও মঙ্গলবার ছাড়া অন্যান্য দিন বিকাল ৪ টা থেকে চট্টগ্রামের পার্কভিউ হসপিটালে রোগী দেখেন।

এ প্রসঙ্গে তিনি বলেন- ‘আলহামদুলিল্লাহ। ধন্যবাদ ও কৃতজ্ঞতা বাংলাদেশের সকল কিডনি বিশেষজ্ঞগণের প্রতি। কৃতজ্ঞতা ও ভালোবাসা আমার শ্রদ্ধেয় শিক্ষক,  সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি। ইনশাআল্লাহ, সকলের সহযোগিতায় বাংলাদেশে কিডনিরোগের চিকিৎসা বিশ্বমানে উন্নীত করতে নবনির্বাচিত কমিটি সর্বোচ্চ ভুমিকা রাখবে।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *