বাঁশখালী টাইমস: বৈলছড়ী ইউনিয়নের চেয়ারম্যান কফিল উদ্দীনের বাড়িতে গত রাত ১০ টার দিকে সাবেক মেয়র মাহমুদুল ইসলামের অনুসারীরা আগুন দেয়ার অভিযোগ উঠেছে। এতে অন্তত ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনার জের ধরে রাতে বাঁশখালীর প্রধান সড়ক অবরোধ করে রাখে চেয়ারম্যানের অনুসারীরা। প্রায় ২ ঘন্টা পর বাঁশখালী থানার ওসির হস্তক্ষেপে অবরোধ তুলে নেয়া হয়।
এ প্রসঙ্গে চেয়ারম্যান কফিল উদ্দীন বাঁশখালী টাইমসকে বলেন- আমি নিরাপত্তাহীনতায় ভুগছি তাই পরিবার নিয়ে গত ২৩ তারিখ থেকে শহরে অবস্থান করছিলাম, আগুন লাগার খবরে বাড়ি ছুটে আসি। সাবেক মেয়রের অনুসারীরা এই হামলা করেছে।
নিরাপত্তাহীনতা প্রসঙ্গে তিনি বলেন- আমি এলাকার চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হয়েও প্রশাসনের সহায়তা পাচ্ছিনা। কয়েকদিন আগে আমার দুই কর্মী হামলার শিকার হয়েছে এখনও কোন ব্যবস্থা নেয়া হয়নি।
ধ্যানবাদ