মুহাম্মদ মিজান বিন তাহের: চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাঁশখালী বাহারচড়া সোলতানিয়া এমদাদুল উলুম মাদ্রাসার ৭৭তম বার্ষিক মাহফিল আগামীকাল (শনিবার ১৬ মার্চ) মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
ঐতিহ্যবাহী এ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত এই অনুষ্ঠানে সমকালীন মুসলিম বিশ্ব পরিস্থিতি ও ইসলামের সার্বিক বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করে দেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও শীর্ষস্থানীয় ওলামা মাশায়েখগণ কুরআন-হাদীস ভিত্তিক বক্তব্য রাখবেন।
উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ফেনী লালপুল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুফতি রহিম উল্লাহ,বিশেষ বক্তা হিসাবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম দারুল মা’রিফ মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা হাফেজ ফরিদ আহমদ আনচারী, ঢাকা আজিমপুর জামে মসজিদের খতিব মুফতি সাঈদুল ইসলাম, জিরি মাদ্রাসার সাবেক মুহাদ্দিস ক্বারী মাওলানা নুরুল্লাহ, বান্দরবন এহসান আল মঈন কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা এহসান সহ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তাগন দেশ বিদেশের বহু আলেম বয়ান পেশ করবেন।মাহফিলের সার্বিক কামিয়াবী ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কমানা করেছেন।

সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইল।