BanshkhaliTimes

বাহারছড়া সোলতানিয়া এমদাদুল উলুম মাদ্রাসায় পুরস্কার বিতরণ সম্পন্ন

বাহারছড়া সোলতানিয়া এমদাদুল উলুম মাদ্রাসায় আল্লামা নূর মুহাম্মদ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিশ্ব মানবতার মুক্তির দূত মহানবী হযরত মুহাম্মদ সাঃ এর জীবন কর্ম শীর্ষক সেমিনার ও ২১ফেব্রুয়ারী মাতৃভাষা বাংলা ভাষা দিবষের উপর আলোচনা ও মেধাবী ছাত্রদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান
ফাউন্ডেশনের চেয়ারম্যন মওলানা ওসমান গণী সাহেবের সভাপতিত্বে সুন্দর ভাবে সমাপ্ত হয়।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত চিলেন বাহারছড়া মাদ্রাসার পরিচালক মওলানা নূর মোহাম্মদ সাহেব বিশেষ অতিথি হিসাবে শিক্ষা পরিচালক মাওলানা হারুনুর রশিদ সাহেব ও অত্র মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা নুরুল কবির ও অত্র মাদ্রাসার শিনিয়র শিক্ষক মাওলানা নুরুল সিদ্দিকী ও মাওলানা ইব্রাহীম সাহেব ও ত্বকি সাহেব সহ সকল শিক্ষক বৃন্দ বিশেষ অতিথি বিশিষ্ট তরুণ ওয়েজ মাওলানা আহমদ হোসাইন আজিজী সাহেব সহ অথিতিদের হাত থেকে পুরস্কার নিচ্ছে ছাত্ররা। মাওলানা আজিজুল হকের সন্ঞলনায় ভাষা সৈনিকদের রুহের মাগফিরত কামনায় করে দোয়া ও মুনাজাতে মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়।

BanshkhaliTimes
Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *