মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী: বাঁশখালী উপজেলার ৪ নং ইউনিয়নের বাহারছড়ায় এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ এপ্রিল শনিবার ৪ নং ইউনিয়নের বাহারছড়া শেখ রাসেল স্মৃতি সংসদের উদ্যােগে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বাহারচড়া শেখ রাসেল স্মৃতি সংসদের ওহিদুল আলম।
বাহারচড়া শেখ রাসেল স্মৃতি সংসদের যুগ্ন সম্পাদক মোঃ জিসানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারচড়া ইউপি অধ্যাপক তাজুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম আইন কলেজের সাবেক ভিপি শামসুল আলম, বাহারচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক মেম্বার গিয়াস উদ্দিন চৌধুরী,আবু জাফর চৌধুরী, আওয়ামী লীগ নেতা গাজী আনোয়ারুল ইসলাম , দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা এড.বদরুদ্দীন চৌধুরী , মোঃ শহিদুল্লাহ, মোঃ আবু সিদ্দিক , ইব্রাহীম সিকদার, আবুল কালাম , মনজুরুল ইসলাম, তৌহিদ সিকদার, তৌহিদুল ইসলাম, এস.এম মুরাদ প্রমুখ।