বাহারছড়া প্রতিনিধি : আজ পশ্চিম বাঁশখালীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাহারছড়া রত্নপুর উচ্চ বিদ্যালয় ( Baharchora Rotnupur High School ) ছাত্রলীগের নতুন কমিঠি গঠিত হয়েছে। বার্ষিক সমাবেশে প্রধান অতিথি ছিলেন ৪নং বাহারছড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান। উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা সোহেল। ৪নং বাহারছড়া ইউনিয়ন ও বাঁশখালী রাজনীতির নেতা মুসা চৌধুরী, রায়হান, দুলাল, আজগর, এরশাদ সহ আরো অনেকে। সভাপতিত্ব করেন বাহারছড়া রত্নপুর উচ্চ বিদ্যালয়ের বর্তমান সভাপতি জুনায়িদ লিটন। অভিনন্দন ও শুভেচ্ছা জানায় নব নির্বাচিত সভাপতি শাহেদ এবং সাধারণ সম্পাদক মোঃ সায়েম সহ নির্বাচিত সকলকে। তারা বলেন, এগিয়ে যাও তোমরা আগামীর পথে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান মুখে এবং বুকে ধারণ করে মুজিবীয় আদর্শে আদর্শিত সৈনিক হিসেবে বেড়ে ওঠো।বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য নৌকার পক্ষে কাজ কর। শিক্ষা,শান্তি ও প্রগতি ছাত্রলীগের মূলনীতিকে বাস্তব জীবনে ধারণ কর। এমন চরিত্রে নিজেদের চরিত্রকে গঠন কর, যাতে তোমাদেরকে অপর কেউ আদর্শ হিসাবে নেয়।