মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী: বাঁশখালী উপজেলার ৪নং বাহারছড়া ইউনিয়ন পরিষদের ইউপি নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী বাঁশখালী উপজেলা যুবলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম।
মঙ্গলবার (১৭ মে) বিকাল ৪ টায় উপজেলা নির্বাচন অফিসার বাঁশখালী ও রিটার্নিং অফিসার বাহারছড়া, কালীপুর এবং কাথরিয়ায় দায়িত্ব প্রাপ্ত মোঃ ফয়সাল আলমের হাতে নৌকার প্রার্থী বাঁশখালী উপজেলা যুবলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন।
প্রঙ্গগত, গত ২৫ এপ্রিল নবম ধাপে (পরিশিষ্ট-ক) ১৩৫ টি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, ইভিএম পদ্ধতিতে বাঁশখালী উপজেলার ১৪ ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে, বাছাই ১৯ মে,বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ২২ থেকে ২৫ মে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৬ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে ও ভোটগ্রহণ হবে ১৫ জুন।