বাঁশখালী উপজেলার ৪নং বাহারছড়া ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাঁশখালী উপজেলার আওতাধীন ৪নং বাহারছড়া ইউনিয়ন ছাত্রদলের কমিটি বাঁশখালী উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল আলীম ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সিকদারের যৌথ স্বাক্ষরে মোঃ রাশেদুল ইসলাম চৌধুরীকে সভাপতি ও নুরুল আমিনকে সিঃ সহ সভাপতি হেলাল বিন রফিককে সাধারণ সম্পাদক, রেজাউল করিম বাদশাকে সিঃ যুগ্ম সম্পাদক, জুলফিকার আহমেদকে সাংগঠনিক সম্পাদক, বাহাদুর ইসলাম বাহাদুরকে প্রচার সম্পাদক, রাকিব হোসেনকে দপ্তর সম্পাদক করে ৯১ সদস্য বিশিষ্ট পুনাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ঘোষণাকৃত কমিটিকে বিভিন্ন রাজনীতি দল, সমাজিক সংগঠন, বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দগণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।