বাহারছড়া প্রতিনিধি : গতকাল ১১ মে ২০১৭, বাহারছড়া ইউনিয়নের চাপাছড়ি করিম বাজার সংযোগ সড়কের কাজ পরিদর্শন করেন বাঁশখালী উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা বদরুল হক। তিনি কাজের খোঁজখবর নেন। এলাকাবাসীর সাথে কথা বলে সবসময় তাদের পাশে থাকার কথা ব্যক্ত করেন।
এদিকে বাহারছড়া ইউনিয়নের রত্নপুর সংযোগ সড়ক (নুর উদ্দীন সড়ক) শুভ উদ্বোধন করেন বাঁশখালী উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। বেশ কিছুদিন উন্নয়ন কাজ শেষে এই সড়কের উদ্বোধন করা হয়। এতে মাওলানা মুজিবুর রহমান, ডা. হাসানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।